নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ-নাইক্ষ্যংছড়ি সীমান্তে খাদ্য সংকটে অজগর ফুলতলী গ্রামে হানা দিয়ে গিলে খেয়ে ফেললো ৬টি আন্ত মুরগী। পরে সাপটি ১১ বিজিবির সহায়তায় জব্দ করে সীমান্ত এলাকা থেকে সীমান্তের ৪ কিলোমিটার দেশের অভ্যন্তরে তুলাতলী এলাকায় অবমুক্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার অতি দুর্গম সীমান্ত ঘেষা ফুলতলী গ্রামের মোহাম্মদ হাশেমের ছেলে আবদুল আজমের বাড়িতে।
মো. আজম জানান, তারা প্রতিদিনের ন্যায় বাড়িতে রাত ১০টায় ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটায় মুরগির ঘরে আওয়াজ শুনে গিয়ে দেখে বিশালকার অজগর সাপ। লম্বা ১২ ফুট। সাপটি একেক করে ৬টি মুরগি গিলে খেয়ে ফেলে। যদিও ঘন্টা ২/১ পরে সব মুরগীগুলো পেট থেকে বের করে দেয়।
এদিকে অবমুক্ত কাজে দায়িত্বপালনকারী তুলাতলী বন বিটের এফজি মো. মামুন ঘটনার কথা স্বীকার করে বলেন, এতো দীর্ঘ সাপ এই প্রথম তিনি দেখেছেন। তিনি আরও বলেন, রশিদ আহমদ নামের এক স্থানীয় সাপুড়েকে দিয়ে সাপটি ধরে তুলাতলী বন বিটে অবমুক্ত করেছেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, গ্রামের সমাজ সেবক মো. হোসেন লালু, জাকের হোসেন ও বদি আলম বদুসহ অন্যান্য এলাকার মানুষ।
নাইক্ষ্যংছড়ির রেঞ্জ কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, মূলত দিন দিন বন্য প্রাণীদের খাদ্য প্রকট আকার ধারন করছে এবং এইক সাথে আবাসস্থলেরও একই অবস্থা। তাই তারা খাদ্যের সন্ধ্যানে গ্রামে হানা দিয়েছে এই অজগর সাপটি।