রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানের থানচি থেকে ফিরেঃ-বান্দরবানের থানচি উপজেলার তিন্দুর সীমান্ত এলাকা থেকে ৩টি মর্টার শেল ও ২টি আর এল গোলা উদ্ধার করেছে বিজিবির সদস্যরা।
স্থানীয় সোর্স এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি অভিযান করা এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। বান্দরবান সেনা রিজিয়নের নির্দেশে অভিযানে নেতৃত্ব দেন বলিপাড়া (৩৮বিজিবি) জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম।
বান্দরবানের থানচির সীমান্তবর্তী দূর্গম তিন্দুমুখ এর পাহাড়ী এলাকা থেকে এই ৩টি উচ্চ বিস্ফোরক মর্টার শেল এবং ২টি আরএল এর গোলা উদ্ধার করার পরে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো বোম্ব ডিসপোজাল দলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে নিস্ক্রীয় করা হয়।
বলিপাড়া জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম বলেন, ধারনা করা হচ্ছে আইনশৃংখলা বাহিনীর ভয়ে অনেক দিন আগে সন্ত্রাসীরা উচ্চ বিস্ফোরকগুলো মাটিতে পুতে রেখে পালিয়ে গেছে। বলিপাড়া জোন দ্বিতীয় বারের মত এ ধরনের উচ্চ বিস্ফোরক উদ্ধার করেছে ও পরে তা ধ্বংস করেছে। যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে এ ধরনের অপারেশনাল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় জোন কমান্ডার।