রাজস্থলীতে দ্বিতীয় দফায় আরো ৩ লক্ষ টাকার সেগুনের রদ্দা আটক করেছে সেনাবাহিনী

127

হারাধন কমকার, রাজস্থলীঃ-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার চাইংখং ব্রীজ নামক এলাকা থেকে দুই লক্ষাধিক টাকার সেগুনের রদ্দা আটক করেছে সেনাবাহিনী। বন
বিভাগের সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই ২৩ ইস্ট বেঙ্গলের রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে উপজেলার ছাইংখং ব্রীজ এলাকা থেকে রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে প্রস্তুতকালে ৭৫ ঘনফুট সেগুনের রদ্দা আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত কাঠের আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা হবে বলে জানা গেছে। আটককৃত সেগুনের রদ্দাগুলো রাতেই রাজস্থলী সদর রেঞ্জে হস্তান্তর করা হয়েছে বলে জানান সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল কাইয়ুম নিয়াজী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত তিন দিন আগেও সেনাবাহিনী বড়ইতলা ব্রিকফিল্ড এলাকা থেকে রাতেই অভিযান চালিয়ে ৭লক্ষ টাকার সেগুনের রদ্দাসহ গোল কাঠ আটক করেছে। কিন্তু বন বিভাগের জনবল সংকটের দোহাই দিয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করছে বন বিভাগ।
কাঠ পাঁচার রোধের বিষয়ে জানতে চাইলে রাজস্থলী সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল কাইয়ুম নিয়াজী বলেন বন বিভাগের লোকবল সংকটের কারণে আমরা কাঠ পাঁচার রোধ করা সম্ভব হচ্ছেনা।
রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর মঞ্জুরুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকারি সম্পদ রক্ষায় সর্বদা সজাগ রয়েছে। তাই অবৈধ কাঠ পাঁচার রোধ দৈনিক অভিযান অব্যাহত থাকবে বলে জানান।