হাসান মাহমুদ, আলীকদমঃ-জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহদাত বার্ষিবী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলীকদম উপজেলা ১২০ টি হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। রবিবার (১৫ আগষ্ট) সকাল ৯টায় বর্ডার গার্ড বাংলাদেশ, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) চত্বরে বৈশি^ক মহামারী করোনার সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব অনুসরণ করে ত্রাণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিএসসি। এসময় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৭ বিজিবি’র উপ-অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এউপলক্ষে জারীকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বর্তমানে আলীকদম ব্যাটালিয়ন বাংলাদেশের সবচেয়ে দুর্গম অঞ্চলগুলোর অন্যতম থানচি উপজেলার বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী বিজিবি ক্যাম্পগুলোতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে আলীকদম ব্যাটালিয়ন থানচি সীমান্তে বিভিন্ন সহযোগীতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা ও ভালবাসায় সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে।