খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়িতে দিন দিন বেড়েই চলেছে করোনার সংক্রমণ। আক্রান্ত হয়ে সদর হাসপাতালে এক দিনে মৃত্যু হয়েছে ২ জনের। শনিবার (১০ জুলাই) রাত থেকে ১১ জুলাই দুপুর পর্যন্ত ২ জন জেলা সদর হাসপাতালে মারা যান।
মৃত্যু ব্যক্তিরা হলেন, মাটিরাঙ্গার তবলছড়ির আব্দুল মুনাফের ছেলে শাহ আলম (৬৫), সে রবিবার (১১ জুলাই) সকাল ১০টার সময় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন কোভিড নাইন্টিন পজেটিভ রোগীর মৃত্যু হয়। শাহ আলম করোনা পজিটিভ নিয়ে গত ২৭ জুন দুপুর ২টার সময় ভর্তি হন বলে জানা যায়।
অন্যদিকে শনিবার (১০ জুলাই) রাত ৮টার সময় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন মন্দাদরী চাকমা নামে কোভিড-১৯ পজেটিভে মৃত্যু হয়। খাগড়াছড়ি সদরের কৃষ্ণ মোহন কারবারিপাড়া নওয়াচর চাকমার স্ত্রী মন্দাদরী চাকমা (৯০)। তিনি শ্বাসকষ্ট জনিত এবং কোভিড পজেটিভ হওয়ায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে গত ৭ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা আক্রান্ত সদর হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় মোট টেস্ট ২৪৩ জন, মোট পজিটিভ ৬৩ জন। শনাক্তের হার ২৫.৯২%। জেলায় সর্বমোট করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে।