হারাধন কর্মকার, রাজস্থলীঃ-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ইসলামপুর গাইন্দ্যা বাজার হইতে বালুমুড়া ও পাইন্দং পাড়ার যাতায়াত রাস্তার দুই পাশের জঙ্গল পরিষ্কারের উদ্যোগ হাতে নিয়েছেন স্থানীয় মোটরসাইকেল চালক সমিতি সদস্য।
শনিবার (১০ জুলাই) সকাল থেকে মোটরসাইকেল সমিতির সভাপতি মোঃ ফজলুর হকের নেতৃত্বে সদস্যদের সাথে নিয়ে রাস্তার দুই পাশের জঙ্গল পরিষ্কারের কার্যক্রম শুরু করে।
সমিতির সভাপতি ফজলুর হক বলেন, আমরা প্রায় ৩০টি পরিবার মোটরসাইকেল চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে থাকি। তাই ইসলামপুর গাইন্দ্যা বাজার হইতে বালুমুড়া ও পাইন্দং পাড়া পর্যন্ত ইট সলিং রাস্তার দুই পাশে জঙ্গলগুলো বর্ষার আগ মুহূর্তে কাঁটা হলে যেমন রাস্তাটি দেখতে সুন্দর লাগবে। অন্যদিকে জঙ্গলের কারনে রাস্তার মোড়গুলো ঘুরতে প্রায় সময় দূর্ঘটনায় শিকার হতে হয় ছোট বড় যানবাহন থেকে শুরু করে পথচারীদের। দূর্ঘটনা থেকে রেহাই পেতে মোটরসাইকেল সমিতি উদ্যোগে প্রায় তিন কিলোমিটার ইট সলিং রাস্তার দুই পাশের জঙ্গল পরিষ্কারের উদ্যোগ হাতে নিয়েছি।