লামার এক ব্যবসায়ীর দোকান থেকে দেশীয় অস্ত্র, চাপাতি উদ্ধার করেছে সেনাবাহিনী

159

লামা প্রতিনিধিঃ-লামা উপজেলার সরই ইউনিয়নের লুলাইং বাজারের এক ব্যবসায়ীর দোকান থেকে একটি দেশীয় বন্দুক ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে দোকান মালিক ছাবের সওদাগরকে আটক করে সেনাবাহিনী। শুক্রবার (৯ জুলাই) ভোর চারটায় লুলাইং বাজার থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
সূত্রে জানাগেছে, গত কয়েকদিন ধরে লুলাইং বাজারে সন্দেহভাজন কয়েকজন যুবকের আনাঘোনা লক্ষ্য করেন স্থানীয়রা ব্যবসায়ীরা। বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা গোপনে তদন্তে নামে। পরে বিষয়টি নিশ্চিত হন লুলাইং সেনা ক্যাম্প কমান্ডার। পরে আলীকদম জোন সদরের নির্দেশনায় ৯ জুলাই রোজ শুক্রবার ভোরে সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদত আল মামুন এর নেতৃত্বে একটি সেনা টহল দল দোকান তল্লাসী করে একটি দেশীয় বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও একটি চাপাতি উদ্ধার করে ব্যবসায়ী ছাবের সওদাগরকে আটক করেন। উদ্ধারের সময় লুলাইং বাজার পরিচালনা কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে লামা থানার সেকেন্ড অফিসার মোঃ রাসেদ খান মেননের সাথে মুঠোফোনে যোগোযোগ করা হলে তিনি জানান, সেনাবাহিনী লুলাইং বাজার ব্যবসায়ীর কাছ থেকে একটি দেশীয় বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও একটি চাপাতি উদ্ধার করে দোকান মালিক ছাবের সওদাগরকে আটক করে। এ ঘটনায় লুলাইং বাজারের সভাপতি মেনরুং ম্রো বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সেনাবাহিনী অস্ত্র উদ্ধার করে ব্যবসায়ী ছাবের সওদাগরকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।