নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি জেলায় করোনার সংক্রামন রোধে সরকারী বিধি নিষেধ পালনে সকলের সহযোগিতা চেয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, রাঙ্গামাটি জেলায় সর্বাত্মক লকডাউনের সকল বিধি নিষেধ পালিত হবে। জনগন প্রজ্ঞাপনের বাইরে কোন প্রকার যাতে অমান্য না করেন তার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। জেলা প্রশাসনের ম্যাজিষ্টেট, সেনাবাহিনী, পুলিশ, বিজির সদস্যরা সর্বাত্মক মোতায়েন থাকবে বলেও তিনি সভায় উল্লেখ করেণ।
বুধবার (৩০ জুন) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা সংক্রামন রোধে সরকারের বিধি প্রজ্ঞাপন বিষয়ে সমন্বয় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি ডিজিএফআই কমান্ডার কর্ণেল ইমরান ইবনে রউফ, সেনাবাহিনীর প্রতিনিধি মেজর মোস্তফা, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, রাঙ্গামাটি রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি হাসপাতালের আর এমও ডাঃ শওকত আকবর, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ আবু সৈয়দ, নিউ রাঙ্গামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী আগামীকাল সকাল থেকে মাঠে থাকেব বেশ কয়েকটি মোবাইল টিম। যদি কেউ বিনা প্রয়োজনে অযথা ঘোরাঘুরি করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা কাজে যাবেন মাস্ক ব্যতীত কোউ বাড়ীঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানান।