বান্দরবানে চলছে ৩য় দিনের লকডাউন: স্বাস্থ্যবিধি মানার বালাই নেই

219

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বান্দরবানে চলছে ৩য় দিনের মতো লকডাউন। কিন্তু লকডাউন চললেও বাজারসহ বিভিন্নস্থানে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। সাপ্তাহিক হাট বাজার হওয়ায় আর বৃহস্পতিবার থেকে সারাদেশে কঠোর লকডাউনের সংবাদে সড়কে নেমেছে অসংখ্য জনসাধারণ। গাদাগাদি করে আর অনেকেই মুখে মাস্ক ব্যবহার না করেই সড়কে ও বিভিন্ন দোকানপাটে ভীড় করছে।
লকডাউনের কারণে বন্ধ রয়েছে সকল গণপরিবহন। পণ্যবাহী যানবাহন,রিক্সা এবং মোটর সাইকেল ব্যতীত সকল গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ জনগন।
এদিকে লকডাউন বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে রয়েছে আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহলের মাধ্যমে লকডাউন কার্যকর করতে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে আর অপ্রয়োজনে যারা ঘরের বাইরে আসছে তাদের ঘরে ফিরে যেতে অনুরোধের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানাচ্ছে।