বান্দরবানে ঈদ জামাত অনুষ্ঠিত

270

বান্দরবান প্রতিনিধি – বান্দরবানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এ সময় শহরের কয়েক হাজার মুসল্লি একইসাথে মিলিত হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনাও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী ঈদের জামাতে ইমামতি করেন। ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় বাজার শাহে জামে মসজিদে সকাল ৯ টায়। এছাড়া ও বিভিন্ন সময়ে বান্দরবানের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হয়।