বাঘাইছড়ি প্রতিনিধিঃ-ফিলিস্তিনিদের উপর ইসরায়েল কর্তৃক বর্বরচিত হামলার প্রতিবাদে বাঘাইছড়িতে সচেতন ছাত্র সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মে) সকাল ১০ টায় সচেতন ছাত্র সমাজের ব্যানারে একটি র্যালী বের করা হয়। ৮০/৯০ জনের একটি বহর র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনীর শাপলা চত্বরে এসে জমায়েত হয়।
র্যালী উত্তর আলোচনা সভা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মোঃ সাইফুল ইসলাম সুজন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, মোঃ মাহমুদুল হাসান সোহাগ, মোক্তার হোসেন সোহেল, আশিকুর রহমান, মোঃসোহাগ, মোঃ জসিম উদ্দিন, মোঃ রুবেল, মোঃ সাইদুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও সচেতন সাধারণ জনগন।
এসময় বক্তারা বলেন, মুসলিম উম্মাহর প্রথম কেবলা মসজিদুল আকসায় নামাজরত মুসলমানদের উপর ইহুদীরাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বোরচিত হামলায় বহু মুসল্লী নিহত ও আহত হয়েছে বর্তমানেও হামলা অব্যাহত রেখেছে, আমরা এই বর্বোরচিত হালমার তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনের উপর ইসরায়েলী এই হামলার অবসান ঘটিয়ে, শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য জাতিসংঘের ভূমিকা রাখা উচিত বলে মনে করি। এবং ক্ষমতাসীন সকল দেশের উচিত এই হত্যাযজ্ঞ বন্ধের জন্য কাজ করা।