আবেগঘন পরিবেশে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদাকে বিদায়ী সংবর্ধনা

170

কাউখালী প্রতিনিধিঃ-আবেগঘন পরিবেশে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরুপা তালুকদারকে পদোন্নতি জনিত বদলী বিদায়ী সংবর্ধনা দিয়েছেন কাউখালী উপেজলা পরিষদ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সোমবার (১৭ মে) সকালে কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে কাউখালী উপজেলা হলরুমে সংবর্ধনা দেওয়া হয়।
কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাজাই মারমার সঞ্চালনায়, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুদৌহা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন, সংবর্ধিত বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরুপা তালুকদান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী, কাউখালী থানা অফিসার ইনচার্জ শহিদুল্ল্যা পিপিএম প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরুপা তালুকদার সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন ও তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
বিগত প্রায় আড়াই বছরে সততা ও দক্ষতার সাথে সরকারি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবেলায় একজন জনবান্ধব ও মানবিক ইউএনও হিসেবে সকলের নজর কাড়েন তিনি।