বাঘাইছড়ি প্রতিনিধিঃ-বাঘাইছড়ি উপজেলার আর্যপুর বনবিহার এলাকায় পাহাড়ী তিন যুব বাঙালির ভাড়ায় চালিত মোটর সাইকেল পুড়িয়ে দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা সদরে মোটর সাইকেল চালক সমবায় সমিতির এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি মোঃ সবুজ এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তারা, সকলে পাহাড়ী এলাকায় যান চলাচল নিষিদ্দ ঘোষনার অজুহাতে বুধবার (২১ এপ্রিল) আর্যপূর এলাকায় ৩ পাহাড়ী যুবক কর্তৃক মোটর সাইকেল চালক মোঃ সাহেদকে মারধর ও তার মোটর সাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারসহ শাস্তির দাবী জানান।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, সাবেক সহ সভাপতি মোঃ আব্দুর শুকুর, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক জগৎ দাশ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক মোক্তার হোসেন সোহেল, নাগরিক পরিষদের পৌর সভাপতি মোঃ আবসার হোসেন ও ৬নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোঃ পারভেজ আলী।
এব্যাপারে সভায় উপস্থিত হয়ে বাঘাইছড়ি সার্কেল এএসপি মোঃ আঃ আউয়াল ও থানা অফিসার ইনসার্জ মোঃ আনোয়ার হোসেন খান সৃষ্ট ঘটনার জন্য দূঃখ প্রকাশসহ প্রতিবাদীদের শান্তনা দেন এবং বুধবার রাতে রজুকৃত মামলার আলোকে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহনসহ ক্ষতিগ্রস্থ চালককে সহযোগিতা করারও আশ্বাস দেন।