চথোয়াই মং মারমাকে হত্যার ঘটনায় মামলা দায়ের

366

বান্দরবান প্রতিনিধি –বান্দরবান পৌর আওয়ামীলীগ সহ সভাপতি চথোয়াই মং মারমাকে অপহরণের পর হত্যার ঘটনায় ১৩জনকে আসামী দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৬ মে) বান্দরবান সদর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন নিহত চথোয়াইর স্ত্রী মেচাচিং মারমা। মামলায় আরও ১৫জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলো জে এস এস এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কেএসমং মারমা, জেলা সভাপতি উছোমং মারমা, সাধারণ সম্পাদক ক্যবামং মারমাসহ ১৩জন।

এদিকে শনিবার (২৫ মে) রাতে আটক জেএসএস নেতা কেএসমং ও ক্যবামং মারমাকে আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।