নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় এক সপ্তাহের লকডাউনের কারণে রাঙ্গামাটি শহরে দুইদিন অটোরিক্স বন্ধ থাকলেও তৃতীয়দিনে শহরে আবারো সচেতনতা না মেনে সবধরণের যানবাহন চলাচল করতে দেখা গেছে। সাধারণ মানুষের মধ্যে এক সপ্তাহ সরকারি নির্দেশনা পালনের তৃতীয় দিনের চিত্র ছিলো হতাশাজনক।
বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে জেলা শহরের সাপ্তাহিক হাট বাজার থাকায় প্রতিদিনের মতোই স্বাভাবিক লক্ষ্যণীয় ছিলো। দূরপাল্লা ও অভ্যন্তরীণ যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও শহরে অটোরিক্সা ও মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল করেছে।
সকাল থেকে দেখা গেছে, সাধারণ মানুষ নিদিষ্ট গন্তব্যে যেতে যে যার মতো পারছে সিএনজি অটোরিক্সায় উঠে চলাচল করছে। শহরে নিদিষ্ট সময়ে বুধবার হাট বাজার থাকায় বাজারে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব কিছুই মানছে না কেউ। যে যার মতো করে পারছে বাজার করছেন।
এদিকে, রাঙ্গামাটিতে করোনা ভাইরাসে সংক্রামক ঠেকাতে সরকারের লকডাউনে সাধারণ মানুষদেরকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরে চলাসহ যানবাহন চলাচলে সরকারের প্রজ্ঞাপন বাস্তবায়ন কাজ করতে প্রশাসনের একাধিক মোবাইল কোর্ট পরিচালিত করতে দেখা গেছে।
বুধবার (৭এপ্রিল) সকাল থেকেই রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে শহরের বিভিন্ন জনবহুল স্থানে মাইকিং করে মানুষদের স্বাস্থ্যবিধি মেনে ঘর থেকে বের হওয়ার পাশাপাশি যানবাহনে সরকারের প্রজ্ঞাপন বাস্তবায়ন কাজ করছেন মোবাইল কোর্ট।
মোবাইল টিমটি রাঙ্গামাটি শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, ভেদভেদী ও আসামবস্তী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার কাজ চালিয়ে যাচ্ছে এবং নির্দেশনা ভুল বুঝে অটোরিকশাগুলো শহরে বের হয়েছে উল্লেখ করে রাঙ্গামাটির লক ডাউন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট। পরবর্তী নির্দেশনা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান জেলা প্রশাসনের এ ম্যাজিস্ট্রেট।