বান্দরবানের ফাইতং ইউনিয়নে র্দূবৃত্তদের আগুনে বসতঘর পুড়ে ছাই

206

বান্দরবান প্রতিনিধিঃ-বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খুরপাইন ঝিরি রাত ১২টায় কে বা কারো দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর। বসতবাড়ির মালিক ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো: শহিদুল ইসলাম। তিনি বলেন, প্রায় ৫ একর জায়গা বাড়ি সহ দখল করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। গত রাতে বাড়িতে না থাকায় কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বাড়িটি।
এই বিষয়ে জায়গার মালিক মো: শহিদুল ইসলাম (৫৮) পিতা: মো: হাবিব উল্লাহ জানান, বাবা যে বাড়িতে থাকতেন সেই বাড়ি আগুনে পুড়ার খবর পেয়ে রাতে গিয়ে আমরা কোনভাবেই আগুন নিয়ন্ত্রণ করতে পারেন নাই, কিন্তু এই বিষয়টি এলাকা সহ ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবগত করি।
অভিযোগ সূত্রে জানা যায়, জায়গার মালিক মো: শহিদুল ইসলাম ১৯৯৫ সালে নুরুল হোসেন, পিতা-আমিন উল্লাহ থেকে লামার ৩০৬নং ফাইতং মৌজায় আর হোল্ডিং- /২৭৮২ এর ৫.০০ একর জায়গা ক্রয় করে মো: শহিদুল ইসলাম এবং বাড়িসহ বিভিন্ন ফলের গাছ বাগান সৃজন করে। উক্ত জায়গা পুকুর ও বাগান বাবা নিজে পরিচালনা করে। অনেক বছর ধরে গাছ বাগানে ফল দেন কাঁঠাল, আম ও বিভিন্ন ফল। পরে জায়গাটিতে কিছু ফসল ক্ষেত করে কিন্তু বহিরাগত কয়েকজন সন্ত্রাসী প্রায় ৪/৫ বার জায়গাটি দখল করার চেষ্টা করে যাচ্ছে, সোমবার রাতে বসতবাড়ি টি আগুনে পুড়িয়ে ছাই হয় ও পাশের ফলদ কাঁঠাল গাছে শতাধিক কাঁঠাল ছিল যা পুড়ে গিয়েছে। বসতঘর ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।
জায়গার মালিক মো: শহিদুল জানান, জমিটি ক্রয় করিয়া দীর্ঘ ২৫ বছরযাবৎ বসবাস করিয়া আসিতেছি। বিগত কয়েকমাস যাবৎ বহিরাগত সন্ত্রাসীরা জমিটি দখল করার পায়তারা করিয়া আসিতেছে। প্রায় সময় আমার পিতাকে জমি ছেড়ে দেওয়া হুমকি দেওয়া হত। জীবননাশের কারণে র্দূবৃত্তদের নাম প্রকাশে অনিচ্ছুক, তবে থানায় অভিযোগে নাম দেওয়া হয়েছে।
উক্ত বিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন বলেন, আমাকে বিষয়টি জানানো হয়েছে। তবে ঘটনাটি যে বা যাহারা ঘটিয়ে থাকুক অত্যান্ত দুঃখজনক। দোষীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানাচ্ছি।
এবিষয়ে ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন কোং বলেন, আমাকে বিষয়টি ফোনে জানানো হয়েছে। খুবই দুঃখজনক।
উক্ত বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান বলেন, বিষয়টি আমাকে মুঠো ফোনে জানানো হয়েছে। কিন্তু উক্ত বিষয়ে এখনো পর্যন্ত কেউ কোনরকম লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।