বান্দরবান প্রতিনিধিঃ-করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লেও সচেতনতার বালাই নেই বান্দরবানে। সাধারণ মানুষের মধ্যে সরকারি নির্দেশনা পালনের চিত্র হতাশাজনক। দূরপাল্লা ও অভ্যন্তরীণ যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছাড়া শহরে অটোরিকশা ও মোটরসাইকেলসহ সব যান চলাচল করেছে। জেলা শহরের হাট বাজার প্রতিদিনের মতোই স্বাভাবিক লক্ষ্যণীয় ছিল।
বুধবার (৭ এপ্রিল) সকালে বান্দরবান বাজারে কাঁচা বাজারসহ প্রতিটি দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে গাদাগাদি করে সবাই বাজারে ঢুকছেন। হাটবাজারে অধিকাংশ মানুষ এখনো মাস্ক ব্যবহার করছে না। স্বাভাবিক গতিতে চলছে বান্দরবানে মানুষের জীবনযাত্রা। এদিকে জেলায় করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের পক্ষে থেকে প্রতিদিনই ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে।