নিজস্ব প্রতিবেদক, বান্দরবান – অপহরণের ৭২ঘন্টা পর আওয়ামীলীগ নেতা চথোয়াই মং মারমার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে খামারবাড়ি থেকে প্রায় ২ কিঃমিঃ দূরে কুহালং ইউনিয়নের জর্দানপাড়া গহীন অরন্যে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
সাবেক পৌর কাউন্সিলর নিহত আওয়ামীলীগ নেতা চথোয়াই মং বান্দরবান পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত মংমং মারমার ছেলে।
বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর জানান, চথোয়াই মং মারমা গত বুধবার(২২মে) রাতে উজি হেডম্যানপাড়ায় নিজ খামার বাড়ি থেকে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অপহৃত হন। শনিবার (২ মে) সকালে খামারবাড়ি থেকে দূরে গহীন অরন্যে এলাকাবাসী তার লাশ দেখে পুলিশকে খবর দেয়।
পরে বান্দরবান থানা পুলিশ ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বিকেল ২টার দিকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, জর্দানপাড়ায় একটি লাশ পড়ে আছে খবর পেয়ে সেখানে তা উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে লাশটি চথোয়াই মং এর লাশ।