নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে শুরু হয়েছে মশক নিধন কার্যক্রম। পৌরসভার উদ্যোগে বুধবার (৩১ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এ কার্যক্রমের উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, প্যানেল মেয়র জামাল উদ্দিনসহ ৯টি ওয়ার্ডের অন্যান্য কাউন্সিল ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, পৌরবাসীকে নিরাপদ রাখতে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। কিন্ত মশা দমনে পৌরবাসীকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মশার প্রজনন যাতে না হয় প্রজনন সম্ভাব্য স্থানে ময়লা পানি জমতে দেয়া যাবে না। পৌরবাসীকে নিজের সদিচ্ছায় বাসাবাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখা এবং নালায় ময়লা-আবর্জনা ফেলে রাখা যাবে না। নাগরিকরা সচেতন হলেই নাগরিক সমস্যা মোকাবিলা সহজ হয়।
তিনি বলেন, রাঙ্গামাটি জেলায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে রাঙ্গামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে। পৌর সভার ২০ জন কর্মী অংশ গ্রহণ করছে। প্রতিটি ওয়ার্ড কাউন্সিলার এই কার্যক্রমের তদারকি করবেন। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে মশার উৎপত্তিস্থলগুলো নষ্ট করে দিয়ে তাতে স্প্রে করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। যাতে করে মশার উপদ্রব থেকে পৌরবাসী কিছুটা হলেও স্বস্থিতে থাকতে পারে।