বাংলাদেশ আওয়ামীলীগ হচ্ছে সাধারন মানুষের আস্থা ও বিশ্বাসের শেষ আশ্রয়স্থল – হাজী মোঃ মুছা মাতব্বর

556

নিজস্ব প্রতিবেদক – বাংলাদেশ আওয়ামীলীগ হচ্ছে সাধারন মানুষের আস্থা ও বিশ্বাসের শেষ আশ্রয়স্থল। জনগনের কল্যাণেই আওয়ামীলীগ কাজ করে যাচ্ছে।বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলদেশে যে উন্নয়ন হয়েছে এবং উন্নয়নের ধারা অব্যাহত আছে তা অতীতের কোন সরকারের আমলেই হয়নি। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ আওয়ামী- মৎস্যজীবীলীগের ১৬ তম প্রতিষ্টাবাষির্কী উপলক্ষে বুধবার বিকেলে রাঙ্গামাটি জেলা আওয়ামী- মৎস্যজীবীলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর এসব কথা বলেন।

আওয়ামী- মৎস্যজীবীলীগ রাঙ্গামাটি জেলা শাখার আহবায়ক উদয়ন বড়–য়ার সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী পৌর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শ্যামল দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মমতাজুল হক, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ রফিকুল মাওলা, যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহ জাহান, কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহামুদ বাপ্পা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ মুছা মাতব্বর আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন কাজ অব্যাহত থাকলে ও এখানকার স্থানীয় রাজনৈতিক দলের বাধার কারনে সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত্র হচ্ছে। প্রতিনিয়ত পাহাড়ে হত্যা, গুম, চাঁদাবাজি ও অস্ত্রের ঝণঝনানিতে এখানকার মানুষ নিরাপত্তাহীনতার মধ্যদিয়ে বসবাস করছে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি। পাশাপাশি দলমত নির্বিশেষে মৎস্যজীবী লীগের পতাকা তলে এসে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান প্রধান অতিথি।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এর আগে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের ১৬ তম প্রতিষ্টাবাষির্কী উপলক্ষে সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।