বাঘাইছড়ি প্রতিনিধিঃ-রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা শাখা আওয়ামীলীগের আয়োজনে দলীয় বর্ধিত সভা দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।
শনিবার (২০ মার্চ) সকাল ১১টায় উপজেলা আলীগের সভাপতি বৃষকেতু চাকমার সভাপতিত্বে অনুষ্টিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আলীগের সহ সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, প্রচার সম্পাদক মমতাজুল হক, রাঙ্গামাটি জেলা আলীগের সদস্য ও বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, সুচিত্র চাকমা প্রমূখ।
বর্ধিত সভায় সঞ্চালনায় ছিলেন, বাঘাইছড়ি আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মামুন। এছাড়া বর্ধিত সভায় বিভিন্ন এলাকা থেকে আগত সংশ্লিষ্ট সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা আলীগের সহ সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন বলেন, ঐতিহ্যবাহী আওয়ামী লীগকে সু-সংগঠিত রাখতে এবং দেশ ও জাতির উন্নয়নে নেতা-কর্মীদের ভূমিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে প্রয়োজনীয় ভূমিকা পালনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।