ভলান্টিয়ার ফর বাংলাদেশ রাঙ্গামাটির স্বেচ্ছাসেবী তরুণদের উদ্যোগে সুবিধা বঞ্চিত ১শত শিক্ষার্থী পেলে শিক্ষা সামগ্রী

213

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-ভলান্টিয়ার ফর বাংলাদেশ রাঙ্গামাটির স্বেচ্ছাসেবী তরুণদের উদ্যোগে সুবিধা বঞ্চিত ১০০ শিক্ষার্থী পেলে শিক্ষা সামগ্রী। শনিবার (১২ মার্চ) রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী শিক্ষার্থীদের এই শিক্ষা সামগ্রী তুলে দেন।
ভিবিডি ন্যাশনাল বোর্ডের সভাপতি সোমেন বড়ুয়ার সভাপতিত্বে রাঙ্গামাটি পাবলিক কলেজের হল রুমে শিক্ষা বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আদনান পাশা সুজা, পৌর কাউন্সিলার মোঃ নুরুন্নবী, রাঙ্গামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, ভিবিডি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম তন্ময় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারী রাঙ্গামাটি পৌরসভার নির্বাচন শেষে বিভিন্ন মেয়র ও কাউন্সিলারদের টাঙ্গানো পোষ্টার সংগ্রহ করে তা দিয় ঠোঙ্গা ও বিভিন্ন উপকরণ প্রস্তুত করে তা বাজারে বিক্রির মাধ্যমে এই অর্থ সংগ্রহ করে ভিবিডি। এই অর্থের মাধ্যমে সুবিধা বঞ্চিত ১০০ শিক্ষার্থীর কাছে এই শিক্ষা সামগ্রী তুলে দেন।
এই কার্যক্রমে রাঙ্গামাটি পৌরসভা এবং ভিবিডি রাঙ্গামাটির যৌথ উদ্যোগে রাঙ্গামাটির পৌর এলাকার ৯টি ওয়ার্ডে বিভিন্ন এলাকার এবং কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের কাছে থাকা অবশিষ্ট প্রায় ৪০০ কেজি পোস্টার সংগ্রহ করা হয়। সংগ্রহকৃত পোস্টারগুলো ভিবিডি রাঙ্গামাটির ভলান্টিয়ারগণ কাগজের থলে বানিয়ে বিক্রি করে তহবিল সংগ্রহ করে এবং সংগ্রহীত অর্থ হতে রাঙ্গামাটির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।