খাগড়াছড়িতে দুই দিনব্যাপী ইয়োগা প্রশিক্ষণ শুরু

169

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে খাগড়াছড়িতে দুই দিনব্যাপী ইয়োগা প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার (১২ মার্চ) দুপুরে প্রশিক্ষনের উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক আজহার হীরার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা ও বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষনে খাগড়াছড়ি জেলার ৫০ জন খেলোয়াড় অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেহ ও মনকে সুস্থ্য রাখতে প্রতিটি মানুষেরই ইয়োগা শেখা প্রয়োজন। সাধারণত ৫ বছর বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত শারিরিকভাবে সক্ষম যেকোন ব্যক্তিই ইয়োগা শিখতে পারবে। আলোচনার শুরুতে ইয়োগা ডিসপ্লে করা হয়।