নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-শেখ হাসিনার নির্দেশে করোনা টিকা নিন, সুস্থ থাকুন ও পরিবারকে সুস্থ রাখুন এই নির্দেশ পালনে প্রতিটি জেলার ন্যায় রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগ কোভিড-১৯ করোনা ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশন চালু করে।
রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে শহরে পৌর ট্রাক টার্মিনাল এলাকায় দলীয় কার্যালয়ের সাথে ফ্রি করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা হয়েছে। যে কেউ চাউলে ফ্রিতে এই রেজিস্ট্রেশন করতে পারবেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন বলেন, স্বেচ্ছাসেবক লীগের কাজ হলো স্বেচ্ছায় কিছু একটা করা। আওয়ামী লীগ জেলা সভাপতি জননেতা দীপংকর তালুকদার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বরের নেতৃত্বে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আগামীতেও তা বজায় থাকবে। জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আমরা ফ্রিতে সাধারণ জনগণকে কোভিড-১৯ করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করে দিচ্ছি। তাই এসুযোগ থেকে কেউ বাদ যাবেন না। স্বেচ্ছাসেবক লীগ সাধারণ মানুষের পাশে আছে আগামীতেও থাকবেন।
২১ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে এই মহৎ কাজটি করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাশেদ, মিটু, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, প্রচার সম্পাদক শাকিবুল হাসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন সুজন ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ত্রিদিপ বড়ুয়া টিপুসহ আরও অনেকে।