নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সরগরম এখন রাঙ্গামাটি পৌর এলাকা। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পৌরসভায় নয়টি ওয়ার্ডের রাস্তা-ঘাট এবং হাট-বাজার। ২টার পর জোরে শোরে চলছে মাইকিং। ভোটারদের ঘরে ঘরে ছুটে বেড়াচ্ছে প্রার্থীদের আত্মীয় স্বজনসহ কর্মী-সমর্থকরা। আর একই সাথে সিএনজি অটোরিক্সা দিয়ে সুরের তালে তালে মাইকিং করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে প্রার্থীর সমর্থকরা।
আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আকবর হোসেন চৌধুরী প্রতীক বরাদ্দের পরপরই তার প্রচারণা ছিলো উৎসব মুখর। আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি শহরের বিভিন্ন এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ এবং সড়কের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীকে পুনরায় মেয়র পদে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং আর্শিবাদ ও দোয়া কামনা করছেন।
তিনি রবিবার (৩১ জানুয়ারী) শহরের তবলছড়ির পর্যটন এলাকা, মসজিত কলোনী, ধনমিয়া টিলা, স্বর্ণটিলা, ওমদামিয়া পাড়ার, পৌর কলোনী, ওয়াপদা কলোনীসহ প্রধান প্রধান সড়ক ও অন্যান্য নির্ধারিত স্থানে লিফলেট বিতরন করে প্রচারণা চালান এবং পৌর মেয়র থাকাকালীন অসমাপ্ত কাজ সমাপ্তসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৪ ফেব্রুয়ারী নৌকা মার্কায় ভোট দিতে সকলের কাছে দোয়া, আর্শিবাদ ও সমর্থন কামনা করেন। বিকেলে আওয়ামীলীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
এদিকে, বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন প্রতীক বরাদ্দের পরের দিন থেকে বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে উৎসব মুখর পরিবেশে প্রচারণা শুরু করেছেন। শুরু থেকে বিএনপি’র দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি শহরের বিভিন্ন এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং নির্বাচনে জয়ী হলে পৌর পিতা নয়, পৌর মানুষের সেবক হিসেবে যেন কাজ করতে পারেন তার জন্য দোয়া ও আর্শিবাদ কামনা করেন।
রবিবার (৩১ জানুয়ারী) রাঙ্গামাটি পৌর এলাকার হাসপাতাল এলাকা, পোষ্ট অফিস, রায় বাহাদুর সড়ক, কলেজ গেইট, আর আমানত বাগ এলাকায় পথসভা করে অস্থায়ী অফিস উদ্বোধন করেন। সোমবার (১ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে তার নির্ধারিত এলাকাসহ ভেদভেদী বাজার, ভেদভেদী মুসলিম পাড়া, ভেদভেদীর অন্যান্য এলাকায় তার প্রচারণা চালাবেন বলে জানা গেছে।
এদিকে, রাঙ্গামাটি পৌরসভায় এবার ভোট যুদ্ধে আরো আছেন তিন প্রার্থী। এরা হলেন, জাতীয় পার্টির প্রজেস চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আব্দুল মান্নান রানা এবং সতন্ত্র প্রার্থী অমর কুমার দে। তারা প্রতীক বরাদ্দের পর পরই নিজ নিজ স্টাইলে প্রথম দিন থেকে থেকেই প্রচারে নেমেছেন। তবে নৌকা আর ধানের শীষের জোয়ারে তারা কতটা বিপরীত ঢেউ তুলতে পারেন, সেটা দেখার বিষয় বলে মনে করেছেন অনেকেই।
অন্যদিকে, মেয়র প্রার্থীদের মতই নির্বাচনী এলাকাগুলো চষে বেড়াচ্ছে পুরুষ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা। ঘরে বসে নেই প্রার্থীদের আত্মীয় স্বজনেরাও। রাতদিন সমান তালে ভোটারদের মন জয় করতে ছুটে যাচ্ছেন ভোটারের ঘরে ঘরে। পাড়া, মহল্লা এবং হাট-বাজারের আড্ডায় নির্বাচনী আলাপ-আলোচনায় ঝড় উঠছে চায়ের কাপে। সুষ্ঠু নির্বাচন নিয়েও সংশয়ে রয়েছেন ভোটারেরা। প্রার্থীদের নিয়ে চুল ছেড়া বিশ্লেষণ করছেন ভোটাররা।
নির্বাচন অফিসের তথ্যমতে, আগামী ১৪ ফেব্রুয়ারি রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি প্রার্থী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও সতন্ত্র ৫ জন প্রাথী। অপরদিকে রাঙ্গামাটি পৌরসভা ৯টি সাধারণ ওয়ার্ডে লড়ছেন কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ কাউন্সিলর ৪১জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৯ জন রয়েছে।
রাঙ্গামাটি জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচার-প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি ইভিএমে’র মাধ্যমে রাঙ্গামাটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাঙ্গামাটি পৌরসভার মোট ভোটার ৬২ হাজার ৮শত ৮৪জন। এর মধ্যে পুরুষ ৩৪ হাজার ২৫২ জন এবং নারী ভোটার ২৮ হাজার ৬৩২জন।
Home পাহাড়ের রাজনীতি পৌরসভা নির্বাচনকে ঘিরে সরগরম রাঙ্গামাটি পৌর এলাকাঃ প্রচার-প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর...