ঝুলন দত্ত, কাপ্তাইঃ-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে শীতার্তদের মাঝে কম্বল, মাক্স ও সচেতনতা মুলক লিপলেট বিতরন এবং করোনা সচেতনতায় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল কোর( বিএনসিসি) নৌ উইং এর চট্টগ্রামের ফ্লোটিলার ব্যবস্হাপনায় বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকাল ১১টায় কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০০ জন অসহায় এবং গরীব জনগণের মাঝে শীতবস্ত্র তুলে দেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম নিজামী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই নৌ বাহিনী স্কুলের অধ্যক্ষ কমান্ডার এম নূরে আলম ছিদ্দিকী, বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই বি এন স্কুলের ভাইস-প্রিন্সিপাল এম জাহাঙ্গীর আলম, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।
শীতবস্ত্র বিতরণ শেষে অতিথিরা করোনা ভাইরাসের সচেতনামূলক র্যালী বের করা হয়। র্যালীটি কাপ্তাই উপজেলার বিভিন্ন প্রান্তর ঘুরে বাংলাদেশ পলি টেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে এসে শেষ হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কাপ্তাই চলমান করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালী, লিফলেট ও মাক্স বিতরণ এবং হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত বিতরণসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছেন।