রোয়াংছড়িতে জলাতঙ্ক নির্মূল্যের তাগিদে কুকুরের টিকাদান কর্মসূচীর অবহিতকরণ সভা

302

রোয়াংছড়ি প্রতিনিধিঃ-বাংলাদেশ থেকে ২০২৩ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূল্যের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদানে কর্মসূচীর মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা মিলনায়তনে তথ্য অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৭ জানুয়ারী) আয়োজিত সভায় রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) স্বাস্থ্য অধিদপ্তরে ডা: মো: ফেরদৌস রমহান সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মংহ্লাপ্রু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ডা: মোহাম্ম আলী,মেডিকেল অফিসার মো: ইমদাদ, রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) স্বাস্থ্য অধিদপ্তরে (এমডিভি) সুপারভাইজার ডা: সোহরাব কবীর,স্বাস্থ্য পরিদর্শক উথোয়াইখয় মারমা, স্বাস্থ্য সহকারী পরিদর্শিকা উম্যানু মারমা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।