মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন ও কাউন্সিলর পদে ৪৭ জনের মনোনয়নপত্র বৈধ

208

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-চতুর্থ ধাপে খাগড়াছড়ি মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রাার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করেন খাগড়াছড়ি জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার রাজু আহমেদ।
মঙ্গলবার (১৯ জানুয়ারী) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই শেষে মেয়র প্রার্থী ৩ জনের মনোনয়নপত্র বৈধ।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী, ৪১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন খাগড়াছড়ি জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রাজু আহমেদ।
বৈধ প্রার্থীর তালিকায় মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাটিরাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র শামছুল হক, বিএনপি মনোনীত প্রার্থী মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহ জালাল কাজল, স্বতন্ত্র প্রার্থী মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি এম এম জাহাঙ্গীর আলম রয়েছেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: আশরাফুল আলম, মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর প্রার্থী সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও তাদের প্রস্তাবকারী এবং সমর্থককারী উপস্থিত ছিলেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে ৫৬টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার ২৬ জানুয়ারি। চতুর্থ ধাপে ৩১টি পৌরসভায় ইভিএম-এ ও বাকি ২৫টিতে ব্যালটে ভোট গ্রহণ হবে। ভোট শুরু হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
আগামী ১৪ই ফেব্রুয়ারি চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে মাটিরাঙ্গা পৌরসভার এবারের মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ ৬৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮শ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১শ ৬৯ জন বলে জানা যায়। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।