রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-লামা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের এক মহিলা কাউন্সিলরসহ তিন কাউন্সিলর টানা ৪র্থবার নির্বাচিত হয়েছেন। নির্বাচিত কাউন্সিলরগণ হলেন, ৭, ৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জাহানারা বেগম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন এবং ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিক। পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে শনিবার অনুষ্ঠিত লামা পৌরসভার ৪র্থ সাধারণ নির্বাচনে জয় লাভ করার মধ্য দিয়ে তিন কাউন্সিলর টানা ৪র্থবার নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
সূত্র জানায়, গত ২০০১ সালে লামা পৌরসভা গঠিত হয়। ২০০২ সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৭, ৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে জাহানারা বেগম, ৩ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে মোঃ সাইফুদ্দিন এবং ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে মোঃ রফিক জয় লাভ করেন। তারপর থেকে লামা পৌরসভায় ৪ টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি নির্বাচনেই উক্ত তিন কাউন্সিলর প্রতিদন্ধি প্রার্থীকে পরাজিত করে জয় লাভ করেন।
শনিবার লামা পৌরসভার ৪র্থ সাধারণ নির্বাচনে ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ রফিক বিনা প্রতিদন্ধিতায় জয় লাভ করেন। এছাড়া ৭, ৮ ও ৯নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে জাহানারা বেগম (আনারস) প্রতীক নিয়ে ২ হাজার ৩৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি মাজেদা বেগম ( চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১২৬ ভোট। ৩নং সাধারণ ওয়ার্ডে মোঃ সাইফুদ্দিন (টেবিল ল্যাম্প) প্রতীক নিয়ে ৪৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি মোঃ সাখাওয়াত হোসেন (উটপাখি) প্রতীক নিয়ে পেয়েছেন ৪০৭ ভোট।
স্থানীয় ভোটাররা জানিয়েছেন, নির্বাচিত কাউন্সিলরগণ দুঃখ-দুর্দশায় সব সময় তাদের পাশে ছিলেন। এলাকার শান্তি, শৃংখলা এবং উন্নয়নে তারা যথাযথ ভূমিকা পালন করেছেন বিধায় বার বার তারা নির্বাচিত হচ্ছেন। টানা ৪র্থবার নির্বাচিত তিন কাউন্সিলর জানান, জনগনের জন্য কি করতে পেরেছি সেটা জনগনই ভালো বলতে পারবেন। তবে সুখ-দুঃখে সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকায় উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কখনো আপোষ করিনি। জনগন আমাদের উপর যে আস্তা ও বিশ্বাস রেখেছে। আমরা তাদের আস্তা ও বিশ্বাসের মর্যাদা রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবো।
উল্লেখ্য, লামা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হোসেন বাদশা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল উদ্দিন এবং ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউছুফ আলী টানা দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।