নানিয়ারচরে পাহাড়ী-বাঙ্গালী সম্মিলিত মৎস্য প্রকল্পের উদ্বোধন

205

নানিয়ারচর প্রতিনিধিঃ-ইউপিডিএফ (গনতান্ত্রিক) নানিয়ারচর শাখার উদ্যোগে পাহাড়ী-বাঙ্গালী সম্মিলিত মৎস্য প্রকল্পের মাধ্যমে ১৫ একর লেকে মাছ চাষের উদ্ধোধন করা হয়।
সোমবার (১৮ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে নানিয়ারচর এলাকায় কাপ্তাই লেকের চেঙ্গী নদী শাখার ডাক মাঝিপাড়া লেক নামক স্থানে এই প্রকল্পের কার্যক্রম করা হয়। ইউপিডিএফ গনতান্ত্রিক নানিয়ারচর উপজেলার সহঃ সমন্ময়ক ও পাহাড়ী-বাঙ্গালী সম্মিলিত মৎস্য প্রকল্প সমিতির সভাপতি চালু চাকমার সভাপতিত্বে পাহাড়ী-বাঙ্গালী সম্মিলিত মৎস্য প্রকল্পের প্রাথমিক পর্যায়ে ৩২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তারা।
এসময় উক্ত প্রকল্পের উদ্বোধন করেন, ইউপিডিএফ (গনতান্ত্রিক) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও নানিয়ারচর উপজেলা ইউনিটের পরিচালক রনয় চাকমা। এছারাও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উক্ত সমিতির রূপধন চাকমা ও মোঃ মিজানুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।