খাগড়াছড়ি প্রতিনিধিঃ-আজ পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৩ বছর পূর্তি। পাহাড়ে বয়ে যায় শান্তির সুবাতাস এবং সহজ সরল পাহাড়ী মানুষের মনে জেগে উঠে অনাবিল শান্তি ও স্বস্তির আশ্বাস।
বুধবার সকালে খাগড়াছড়ি ক্ষুন্দ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইসস্টিটিউট প্রাঙ্গণে বঙ্গবন্ধু অস্থায়ী প্রতিকৃত্বিতে ফুল দিয়ে কেক কেটে ২৩ বছর পূর্তি অনুষ্ঠানমালার উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেনম সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা প্রমুখ।
কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাংলাদেশের ঐতিহাসিক অর্জন উল্লেখ করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে রাজনৈতিক সমস্য হিসেবে চিহ্নিত করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদন করেছিলেন। পার্বত্য চুক্তির ফলে দীর্ঘ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটেছে। পাহাড়ের মানুষ আজ শান্তিতে বসবাস করেছে। এছাড়াও এ চুক্তির ফলে পাহাড়ে অবিশ^াসের প্রাচীর ভেঙ্গে সম্প্রীতিকে মজবুত করণ, উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পাহাড়ের শান্তি অব্যাহত রাখতে সকলের সহযোগিত কামনা করেন। এসময় শান্তির সুবাতাস হিসেবে ৯টি উপজেলায় ৯ জন গৃহহীন পরিবার মাঝে গৃহ উপহার দিয়েছেন।
অনুষ্ঠানে নিরাপত্তা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী , সামাজিক ব্যক্তিত্ব বিশিষ্ট নাগরিক, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী এবং উন্নয়ন কর্মীসহ, শান্তিকামী মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি তেইশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কোভিদ ১৯ এর প্রার্দুভাব প্রতিরোধে মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।
বুধবার সকালে খাগড়াছড়ি পানছড়ি সড়কের পথে দাঁড়িয়ে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং করোনা প্রতিরোধের জন্য মাস্ক বিতরণ করেছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মো. শাহাজাহান, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. বেলাল হাসানসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারী বৃন্দ।