রাঙ্গামাটিতে জেনারেল হাসপাতালের নার্সদের মানববন্ধন

449

নিজস্ব প্রতিবেদক – ঢাকায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পরিচালক কর্তৃক কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্সকে যৌন হয়রানি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়। স্বাধীনতা নার্সেস পরিষদ ( স্বানাপ) রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ মানব বন্ধনে স্বাধীনতা নার্সেস পরিষদ ( স্বানাপ) নেতৃবৃন্দ ও জেনারেল হাসপাতালের কর্মরত নার্সরা ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসুচি পালন করেন।

মানববন্ধনে কর্মরত নার্সকে যৌন হয়রানি ও প্রাণনাশের হুমকি প্রদানকারী কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পরিচালক ডা. আমিরুল হাসানের দ্রুত অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। এছাড়া স্বানাপ নেতৃবৃন্দ নির্যাতিত সিনিয়র নার্সের জীবনের নিরাপত্তান নিশ্চিত করারও দাবী জানান।