বাঘাইছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ’র ২ চাঁদা কালেক্টর আটক

281

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির বাঘাইছড়িতে চাঁদাবাজির সময় ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের দুইজন চাঁদাবাজকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন, শুদ্ধ জয় চাকমা (৪৫) ও রিফেল চাকমা (২৫)। শুদ্ধ জয় চাকমা খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ৩নং ক্ষেত্রপুর এলাকার রাম্মি চকমা’র ছেলে এবং রিকেল চাকমা একই উপজেলার ছোট মেরুং এলাকার সুধা বিকাশ চাকম ‘র ছেলে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট ১২বীরের মেজর আবুল বাশার পিপিএম এর নেতৃত্বে দীঘিনালা টু মারিশ্যা রোডে শুকনাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ০১টি পিস্তল (মেডইন ইউএসএ) সহ ৫ রাউন্ড এ্যামুনিশন এবং ১ রাউন্ড এ্যামুনিশনসহ ০১টি এলজি, চাঁদা আদায়ের রশিদ বই ১২টি ও চাঁদার আদায়কৃত ২,৬৪১০ টাকা পাওয়া যায়। তারা দু’জনেই পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সক্রিয় কর্মী।

এবিষয়ে বাঘাইহাট জোন অধিনায়ক লে. কর্নেল হুমায়ুন কবির বলেন, ইউপিডিএফ’র দুইজন সশস্ত্র চাঁদা কালেক্টর শুকনাছড়ি এলাকায় চাঁদা আদায় করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্ঠা করে। সেনাবাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে শুদ্ধ জয় চাকমা পালানোর সময় বাম পায়ে গুলিবিদ্ধ হয়। এসময় রিফেল চাকমাকে ধাওয়া করে আটক করা হয়।। পরবর্তীতে আটকৃতদের ঘটনার স্থল হতে সাময়িক জিজ্ঞাসাবাদ শেষে বিকাল ৪টা পনের’র দিকে দীঘিনালা থানার ওসি উত্তম এর নিকট হস্তান্তর করা হয় বলে জানান তিনি।