নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি- রাঙ্গামাটিতে পুলিশ ভ্যানে ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সকাল ৯ টায় রাঙ্গামাটি পুলিশ লাইন সড়কের ট্রেনিস কোট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বুদ্ধ বিজয় চাকমা।
প্রত্যক্ষদর্শীরা জানায় পুলিশ লাইন সড়কের টেনিস কোট এলাকায় দ্রুত গতিতে পুলিশের ভ্যানটি বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী মৃত্যু বরণ করে। পরে পুলিশ এসে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক রনি ঘটনার সত্যতা স্বীকার করে বলে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।