রাঙ্গামাটি প্রতিনিধি – রাঙ্গামাটির লংগদু কাট্টলী এলাকায় সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময়ে অস্ত্রসহ ৫ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। খাগড়াছড়ি সেনা রিজিয়নের নেতৃত্বে লংগদু জোনের ঘটনার পর অভিযান চালিয়ে লংগদু উপজেলার কাট্টলী এলাকা থেকে শনিবার গভীর রাতে তাদের আটক করে ।
গুলিবিদ্ধ ২জনসহ আটককৃতরা হলেন, সরল চাকমা, নেলসন চাকমা, পূর্ণদেব চাকমা(৩০), মঙ্গল কান্তি চাকমা(৩৫) ও নরেশ চাকমা(১৯)। এসময় ঘটনাস্থল থেকে ১টি এসএমসি ও ৫টি বন্দুকসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী।
উল্লেখ্য, গত ১৮ই মার্চ বাঘাইছড়িতে হত্যাকান্ডের পর সন্ত্রাসীদের আটক করতে পাহাড়ের বিভিন্ন উপজেলায় অভিযান জোড়ালো করে যৌথবাহিনী।
পাহাড়ে হত্যাকান্ড বন্ধ করাহ শান্তি ফিরিয়ে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে গঠিত যৌথবাহিনী পাহাড়ের প্রত্যন্ত এলাকায় চিরুনী অভিযান শুরু করার প্রেক্ষিতে প্রায় প্রতিদিনই সন্ত্রাসীদের বিভিন্ন গোপন আস্তানায় হানা দিচ্ছে যৌথবাহিনী।
এরই ধারাবাহিকতায় লংগদু উপজেলার কাট্টলী এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে ৬ এপ্রিল রাতে নৌপথে সন্ত্রাসীদের আগমনের বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের আটক সেনাবাহিনী।