বিলাইছড়ি আওয়ামীলীগ নেতা হত্যা মামলার আসামী আটক

782

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা হত্যা মামলার আসামী ¯েœহাশীষ চাকমাকে রাঙ্গামাটির বনরূপা থেকে আটক করেছে যৌথবাহিনী। আজ সকালে বনরূপা বলপিয়া আদাম এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

রাঙ্গামাটি কতোয়ালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি পৌর এলাকার বনরূপার বলপিয়া আদামে যৌথবাহিনী অভিযান চালিয়ে ¯েœহাশীষ চাকমাকে আটক করে।

সে বিলাইছড়ি আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার হত্যাকান্ডের একজন এজাহারভূক্ত আসামী। এই হত্যাকান্ডের ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ আছে। তিনি জানান, রাঙ্গামাটিতে বাঘাইছড়ি ও বিলাইছড়িতে হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রাঙ্গামাটি বাঘাইছড়ির হত্যাকান্ডের ঘটনার একদিন পর (১৯ মার্চ) সকালে সন্ত্রাসীরা সুরেশ কান্তি তংঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। ঘটনার ৩দিন পর ২২ মার্চ রাতে বিলাইছড়ি থানায় মামলা দায়ের হওয়ার পর আজ ২৩ মার্চ সকালে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মামলার একজন আসামীকে আটক করে।

এর আগে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা হত্যার ঘটনায় বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমাসহ ২০ জনকে আসামি করে বিলাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ পারভেজ আলী জানান, স্থানীয় যুবলীগ নেতা মনির হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং-০১,তাং-২৩-০৩-১৯।
উল্লেখ্য রাঙ্গামাটি বাঘাইছড়ির হত্যাকান্ডের ঘটনার একদিন পর দুর্বৃত্তরা বিলাইছড়ি উপজেলা আওয়ামীলী সভাপতি সুরেশ কান্তি তংঙ্গ্যাকে গুলি করে হত্যা করে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বিলাইছড়ি ফারুয়া এলাকার আলিক্ষিয়ংয়ে এই ঘটনা ঘটে। তিনি উপজেলা নির্বাচনী কার্যক্রম শেষ করে ফারুয়া ইউনিয়ন থেকে বোট যোগে বিলাইছড়িতে ফেরার পথে তাকে হত্যা করা হয়।