নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি শহরে কাপ্তাই হ্রদের বিভিন্ন প্রজাতির ২৩ সেন্টিমিটারের নিচে মাছ বিক্রির দায়ে কয়েকজন মাছ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের বিভিন্ন বাজারের মাছের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙ্গামাটি কেন্দ্রের ব্যবস্থাপক লে. কমান্ডার (নৌ-বাহিনী) মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে এসময় অভিযানে অংশ নেন, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফাতেমা তুজ জোহরা উপমা, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙ্গামাটি কেন্দ্রের উপ-ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, ফিশ কালচারিস্ট মোঃ ইসরাঈল হক এবং নৌ-পুলিশসহ অন্যান্য নেতৃবৃনদ।
অভিযানে ৩টি মাছের দোকানে ২৩ সে.মিঃ এর নিচে কার্প জাতীয় রুই, কাতল ও মৃগেল মাছ রাখার অপরাধে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত এইসব মাছ মানিকছড়ি মহিলা মাদ্রাসায় দান করা হয়।