বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত আরো ২জন, সর্বমোট আক্রান্ত ৬৮৯জন

335

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-গেল ২৪ ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হলে আরো ২জন। নতুন আক্রান্ত ২জনই বান্দরবান সদর উপজেলার বাসিন্দা।
বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে সর্বমোট ৬৮৯ জন আর ৫৪৭জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১হাজার ১শত ৬জন ছিল তার মধ্যে ১হাজার ১শত ৬জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১শত ১১জন ছিল এর মধ্যে ১শত ১১জনকেই ছাড়পত্র দেয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ আরো জানায়, এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৬শত ৪ জনের, তার মধ্যে রির্পোট এসেছে ৪ হাজার ২শ জনের ৫৬ জনের, এদের মধ্যে ৬৮৯ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।