নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-পাঁচ মাস পর রাঙ্গামাটির সাজেক ভ্যালী খুলে দিয়েছে প্রশাসন। বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ীদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। করোনা সংক্রমনের কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ ছিল জেলার সবচেয়ে আকর্ষনীয় এই পর্যটন স্পট।
সাজেক ভ্যালী খুলে দেয়ার পর ব্যবসায়ীদের মধ্যে প্রানচাঞ্চল্য দেখা দিয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রথমদিনেই প্রায় তিন শতাধিক পর্যটক সাজেক ভ্যালীতে বেড়াতে আসেন বলে জানান ব্যবসায়ীরা।
এদিকে সাত শর্তে সাজেক খুলে দেয়া হয়েছে বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু। তিনি জানান, সাজেকে বেড়াতে আসা পর্যটকদের অবশ্যই মাস্ক পড়তে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়াও রিসোর্টগুলোতে প্রতি রুমে একজনের অধিক পর্যটক থাকা যাবেনা। রুম পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শর্ত অমান্যকারীদের পাঁচ হাজার টাকা জরিমানাসহ তিনদিন রিসোর্ট বন্ধ রাখতে হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে করোনা মহামারির কারনে রাঙ্গামাটি জেলায় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই থেকে রাঙ্গামাটি জেলার সকল পর্যটন কেন্দ্রের মত সাজেকের সব রিসোর্টও বন্ধ ছিল।