কাপ্তাই থানা পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার: আটক-১

177

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার কাপ্তাই থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) সকাল ৬ টায় কাপ্তাই লগগেইট এলাকা হতে অভিনব কায়দায় পাচার করার সময় ১০০ লিটার চোলাই মদসহ একজন আটক করা হয়েছে। যার আনুমালিক মূল্য ৫০ হাজার টাকা। তিনি কাপ্তাই লগগেইট এলাকায় এই চোলাই মদ চট্টগ্রামে পাচার করার উদ্যোশে সেখানে গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন।
আটককৃত ব্যক্তির নাম মোঃ নজরুল ইসলাম (৬০) প্রকাশ আলি আহমেদ, পিতাঃ মৃত গোলাম মোকাদ্দেছ চৌধুরী, তাঁর বাড়ী বাঁশখালী উপজেলার ৪নং বাহারছড়া ইউনিয়নে চাপাছড়ি গ্রামে।
কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন এর নির্দেশে থানার এস আই মো: খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। এইসময় ৫টি কুড়ার বস্তার মধ্যে অভিনব কায়দায় প্রতিটিতে ২০ লিটার করে সর্বমোট ১০০ লিটার চোলাই মদ লুকিয়ে রাঙ্গামাটি সদর হতে বোটে করে জীবতলি ঘাটে এনে কাপ্তাই লগগেইট হয়ে চট্টগ্রামে পাচার করার উদ্যোশে নেওয়া হচ্ছিল বলে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান।
এই বিষয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কাপ্তাই থানার এস আই খলিলুর রহমান বাদি হয়ে কাপ্তাই থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। আটককৃত ব্যক্তিকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।