কাপ্তাইয়ে ৪১ বিজিবির উদ্যোগে গরীবদের মাঝে অনুদান প্রদান

450

কাজী মোশাররফ হোসেন, কাপ্তাইঃ-কাপ্তাইয়ে অবস্থিত ৪১ বিজিবির উদ্যোগে কাপ্তাই ব্যাটালিয়ন সদর দপ্তরে বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকালে স্থানীয় গরীব নারী পুরুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়াগ্গাছড়া জোনের অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ ও জোনের উপ-অধিনায়ক মেজর কামরুল হাসান।
এসময় জোন অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন ৪১ বিজিবির উদ্যোগে স্থানীয় গরীব জনগণের মাঝে সবসময় অনুদান ও বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় স¤প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গরীব নারী পুরুষের মাঝে অনুদান প্রদানের আয়োজন করা হয়।
উপস্থিত গরীব ও দুঃস্থদের হাতে অনুদান তুলে দেন ওয়াগ্গছড়া জোনের উপ-অধিনায়ক মেজর কামরুল হাসান। করোনা কালীন সময়ে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানান।