বিজিবির অভিযানে থানচিতে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপতার এক

196

থানচি প্রতিনিধিঃ-বান্দরবানের থানচিতে বিজিবি অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবাসহ অংথুইচিং মারমা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগষ্ট) কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে থানচি হতে নৌকা যোগে তিন্দু এলাকায় গমন করেছে বলে বিজিবি’র নিজস্ব গোয়েন্দা (আরআইবি) সুত্রে খবর পাওয়া যায়, এই গোপন সংবাদের ভিত্তিতে বলিপাড়া জোন অধিনায়ক এর নির্দেশনায় তিন্দু ইউনিয়নের অধীনস্থ তিন্দু মুখ (সিআইও) ক্যাম্প হতে ১০জন বিজিবি সদস্যের একটি টহল দল তিন্দু এলাকায় সাঙ্গু নদীতে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় থানচি হতে ছোটমদক গামী ইঞ্জিল চালিত নৌকায় তল্লাশী চালিয়ে মাদক ব্যবসায়ী অংথুইচিং মারমা (৪৫), পিতা মৃত. মংশৈথোয়াই মারমা, প্রুসা অং পাড়া, থানচি, বান্দরবান-কে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১টি চাকু ও ১টি মোবাইল ফোনসহ আটক করা হয়। এই বিষয়ে জোন অধিনায়ক লেঃকর্ণেল মোহাম্মদ সানবীর হাসান (মজুমদার) থেকে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত ইয়াবার মূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা।
অত্র উপজেলায় এ যাবৎ কালে মাদকের অভিযানের সব চেয়ে বড় চালানের আটক যা চোরাচালান দমনে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ অপারেশন কার্যক্রমের অংশ এবং তা অব্যাহত থাকবে বলেন ৩৮ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ সানবীর হাসান (মজুমদার) ঘোষণা দেন, তিনি আরো বলেন, বলিপাড়া জোন এলাকায় মাদকের বুথ হিসাবে ব্যবহার করতে দেওয়া হবে না, মাদক ব্যবসায়ী ও মাদক চোরাচালানের সাথে জড়িতদের খুঁজে বের করে নির্মূল করা হবে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য বুধবার ২৬ আগস্ট ২০২০ খ্রিঃ তারিখ থানচি থানায় হস্থান্তর করা হয়েছে বলে তিনি জানান।