নাইক্ষ্যংছড়িতে পাহাড়ী বাংলা মদ ধ্বংস করেছে পুলিশ

288

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়িঃ-নাইক্ষ্যংছড়িতে পাহাড়ী বাংলা মদ ধ্বংস করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।
তিনি জানান, বিভিন্ন সময় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে ৫শত ৮৪লিটার পাহাড়ী বাংলা (চোলাই) মদ উদ্ধার করা হয়। ওসব উদ্ধারকৃত চোলাই মদ আমার উপস্থিতিতে ধাবংস করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি থানায় প্রায় ৫শত ৮৪ লিটার উদ্ধারকৃত পাহাড়ী চোলাই মদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার তদন্ত ওসির উপস্থিতিতে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে থানার তদন্ত ওসি কানন চৌধুরী জানান, মাদক নির্মূল ও সন্ত্রাস নির্মূলের অভিযান বাস্তবায়ন করতে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। নাইক্ষ্যংছড়িতে আগামী ১৬ ডিসেম্বারের মধ্যে মাদক নির্মূলে লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ভিশনকে সামনে রেখে পুলিশ কাজ করে যাচ্ছে। মাদক পাচারকারী এবং সন্ত্রাসীদেরকে এই নাইক্ষ্যংছড়ির পাহাড়ী এলাকায় থাকতে দেওয়া যাবে না। আমাদের অভিযান অব্যহত থাকবে। তাই উপজেলার সকল সমাজ সেবকগণের সহযোগিতা কামনা করেন।