খাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসী হামলায় সাংবাদিকের ভাতিজা আহত

335

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ির রামগড় বাজারে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিজাম উদ্দিন লাভলুর ভাতিজা মো. হাসিফ উদ্দিন সিয়াম (১৯) আহত হয়েছে। সে রাঙ্গামাটি কৃষি ইন্সটিটিউটের শিক্ষার্থী। শনিবার (২২ আগষ্ট) রাতে এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, সিয়াম খাগড়াছড়ির রামগড় বাজারে সোনালী ব্যাংকের সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় আকস্মিকভাবে কয়েকজন তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে টানা হেঁছড়া করে সোনালী ব্যাংকের নীচ তলায় মার্কেটের গলিতে নিয়ে এলোপাথাড়ি ভাবে মারধর করে।
এছাড়া সন্ত্রাসীরা ইট, লাঠি দিয়ে তর সমস্ত শরীরে প্রচন্ড আঘাত করে। হামলায় তার মাথা ফেটে যায়। এছাড়া হাত পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
এসময় মার্কেটের দোকানের মালিকগণ ভীতসন্ত্রন্ত হয়ে দোকান বন্ধ করে ভিতরে অবস্থান নেন। পরে পুলিশ ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে বাজারের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ব্যাপারে রামগড় উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাউসার হাবিব শোভন বলেন, বিএনপি-জামায়াতের চিহ্নিত সন্ত্রাসীরা ছাত্রলীগ কর্মী সিয়ামের উপর হামলা করে। আমরা উপজেলা ছাত্রলীগ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে। হামলায় জড়িত সন্ত্রাসীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
এ ব্যাপারে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, আমরা এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।