জাতীয় শোক দিবসে রাঙামাটি জেলা আঃলীগের উদ্যোগে জেলা সদরসহ সকল উপজেলায় নানা কর্মসূচি পালিত

713

শাহ আলম, পাহাড়ের আলো ডট কম, রাঙ্গামাটি: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি’র নির্দেশে জেলা সদরসহ সকল উপজেলা আওয়ামীলীগ ব্যাপক কর্মসূচি পালন করেছে।

রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন: জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি জেলা শাখা, পৌর শাখা ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে শহরের পুরাতন বাস স্টেশনস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ২৯৯ নং আসনের সংসদ সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রহুল আমিন, হাজী কামাল উদ্দিন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান সহ আরো অনেকে। অনুষ্ঠানের শেষে পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ সব শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ: নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার(১৫ আগস্ট) প্রভাতে আওয়ামীলীগ অফিসের সামনে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর স্মরনে ১ মিনিট নীরবতা পালন দোয়া মাহাফিল, শোক র‍্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আকারে শোক সভার আয়োজন করে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ।

শোকদিবসের আয়োজনে উপস্থিত ছিলেন, নানিয়ারচর আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার, সাধারণ সম্পাদক ইলিপন চাকমা, উপজেলার যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলালীগসহ ওয়ার্ড ইউনিয়ন এর আওয়ামীলীগের ও অঙ্গসংগঠন এর নেতা কর্মীগণ।

কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শনিবার (১৫ আগস্ট) সকাল ৯.৩০ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই সময় কাপ্তাই আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল এর নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন এর সময় রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: হানিফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সহ সভাপতি ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, সহ সভাপতি দীপ্তময় তালুকদার, বির্দশন বড়ুয়া, ১নং চন্দ্রঘোনা ইউপি আওয়ামীলীগের সভাপতি ইলিয়াছ কন্ট্রাকটার, সাধারণ সম্পাদক কামরুল হোসেন, ৪নং কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামসুল ইসলাম আজমীর, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারি বাদল, ৫নং ওয়াগ্গা ইউপি আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, সাধারণ সম্পাদক অমল দে, উপজেলা কৃষকলীগের সভাপতি সামসুজ্জামান, সাধারণ সম্পাদক সুধীর তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফজলুল কাদের মানিক, সাধারণ সম্পাদক একরামুল হক, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মনোয়ারা জাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক এ আর লিমন সহ আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড এর নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

কাউখালী উপজেলা আওয়ামী: ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে কাউখালী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টা ৪০ মিনিটে ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে কাউখালী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে কাউখালী উপজেলার আওয়ামী লীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা। বিশেষ অতিথি ছিলেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, উপজেলা চেয়ারম্যান সামশুদ্দোহা চৌধুরীসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

লংগদু উপজেলা আওয়ামী লীগঃ বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লংগদু উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদরে দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও শোক দবিসের পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীগণ এসময় উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনা আলোচনা সভা ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়। এদিকে লংগদু উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিয়ন পরিষদ, স্কুল, কলেজ, লংগদু থানা পুলিশ প্রশাসন, কর্মচারী ক্লাবের ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্প মাল্য অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

এছাড়াও বাঘাইছড়ি, বরকল, জুড়াছড়ি, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।