করোনায় আক্রান্ত হলেন রাঙ্গামাটি সদর ইউএনও

329

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা উপমা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাঙ্গামাটি জেলায় সদর ইউএনও ও তার স্বামী, কাজের মেয়েসহ নতুন করে মোট ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৭ জনে।
জানা গেছে, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা উপমা জেলা সদরে অবস্থিত তার সরকারি বাস ভবনে এবং অন্যরা নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত ৬ আগস্ট করোনা উপসর্গ নিয়ে ইউএনও ফাতেমা তুজ জোহরা উপমা রাঙ্গামাটিতে নমুনা পরীক্ষা করিয়েছেন।
এই ব্যাপারে রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনার ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও ফাতেমা তুজ জোহরা উপমা তার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করে জানান, তার স্বামী ও কাজের মেয়ের করোনা শনাক্ত হয়েছে। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তবে, তারা দুজনেই ভালো আছেন। তিনি শারীরিক ও মানসিক ভাবে সুস্থ আছেন। পরিবারের সকলের সুস্থতার জন্য তিনি দোয়া কামনা করেন।
উল্লেখ্য, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা করোনার শুরু থেকে সদর উপজেলার দূর্গম ও প্রত্যন্ত অঞ্চলে বিরামহীন ভাবে কর্মহীন মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণসহ বিভিন্ন সরকারী দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি এই সময় স্থানীয়দের মাঝে সামাজিক দুরত্ব, স্বাস্থ্য বিধি পালনে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেন।