নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – রাঙ্গামাটিতে দিন দিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃস্পতিবার (৬ আগষ্ট) চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে নতুন করে আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৯ জনই রাঙ্গামাটি শহরের এবং বাকি ১ জন কাপ্তাই উপজেলার।
রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল বৃহস্পতিবার চট্টগ্রামের ল্যাব থেকে আসা রিপোর্টে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৬৭৭ জনের, এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫৬২ জন। মারা গেছেন ১০ জন।
নতুন ১৯ জন শহর রাঙ্গামাটি শহরে মোট শনাক্ত হলো ৩৫৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ কাপ্তাই উপজেলায় ১০৩ জন। এছাড়া বাঘাইছড়িতে ১৫ জন, লংগদুতে ১৫ জন, বরকলে ৫ জন, জুরাছড়িতে ২৩ জন, বিলাইছড়িতে ১৩ জন, রাজস্থলীতে ১০ জন, কাউখালীতে ৩০ জন এবং নানিয়ারচরে ৯ জন শনাক্ত হয়েছিলেন। এদের মধ্যে বর্তমানে বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি এবং বিলাইছড়িতে সবাই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।
নানিয়ারচরে ৩ জন, কাউখালীতে ৪ জন, কাপ্তাইয়ে ৯ জন, রাজস্থলীতে ১ জন, লংগদুতে ৫ জন এবং সদরে ৯৩ জন এখনো লড়ছে কোভিড-১৯ এর বিরুদ্ধে।
এছাড়া রাঙ্গামাটি জেলায় মোট কোয়ারেন্টাইন করা হয়েছে ৩৫৩৪জনকে। তার মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ১২৪১ জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২২৯৩ জন। কোয়ারেন্টাইন ছাড়পত্র পেয়েছে ৩৫৩৪ জন। আইসোলেশনে ১৬জন। বর্তমানে কোয়ারেন্টাইনে কেউ নেই। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬৭৭জন।
উল্লেখ্য, গত ৬ মে তারিখে প্রথমবারের মতো দেশের সর্বশেষ জেলা হিসেবে করোনা শনাক্ত হয় রাঙ্গামাটিতে। সেই সময় ৪ মাস বয়সী এক শিশুসহ চারজন সনাক্ত হয়।