রাঙ্গামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫১১, সুস্থ হয়েছেন ৩৬৭জন

218

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে নতুন করে আরো ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে রাঙ্গামাটিতে করোনা আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১১ জন। আর সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৭জন।
রবিবার (১৯ জুলাই) রাতে চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে আসা ৩৯টি রিপোর্টে নতুন করে ১৬ জনের করোনা পজেটিভ বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোঃ মোস্তফা কামাল।
করোনা পজিটিভ ১৬ জনের মধ্যে- রাঙ্গামাটি সদরে ১৩জন এবং নানিয়ারচর উপজেলার ৩জন করোনা রোগী রয়েছে বলে জানান ডাঃ মোঃ মোস্তফা কামাল।
এছাড়াও রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, রাঙ্গামাটি জেলায় রবিবার ১৯ জন সুস্থ হয়েছে। তার মধ্যে রাঙ্গামাটি সদর হতে ১৫ জন, কাপ্তাই উপজেলার ১ জন এবং বিলাইছড়ি উপজেলার ৩ জন রয়েছে। বর্তমানে রাঙ্গামাটি জেলায় মোট সুস্থতার সংখ্যা হচ্ছে ৩৬৭ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে রাঙ্গামাটি জেলায় মারা গেছে ৮ জন।
বর্তমানে রাঙ্গামাটি জেলায় আইসোলেশনে আছেন ৯জন। রাঙ্গামাটি থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ২৬২৯ জনের। তার মধ্যে ২৫২৩ জনের নমুনা হাতে পাওয়া গেছে। রিপোর্ট বাকী রয়েছে ১০৬ জনের।
এছাড়া রাঙ্গামাটি জেলায় মোট কোয়ারেন্টাইন করা হয়েছে ৩৫০৭জনকে। তার মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ১২৪১ জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২২৬৬ জন। কোয়ারেন্টাইন ছাড়পত্র পেয়েছে ৩৩৪২ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ১৬৫ জন। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫১১জন।