শহীদুল ইসলাম (শহীদ) থানচিঃ-কয়েকজন মানুষের ভিড় দেখে সরজমিনে গিয়ে দেখা যায় হেলিপ্যাডে জমা রাখা মাটি নিয়ে উন্নয়ন কাজ চলছে থানচি সদর ইউনিয়ন যাতায়াত সড়কের তিন রাস্তার মাথা হতে আমতলি পাড়া সড়ক।
জানা যায়, উপজেলা (পিআই ও) এর অধিনে বাস্তবায়ন হতে যাওয়া তিন রাস্তার মাথা হতে আমতলি পাড়া ফরেষ্ট অফিস সংলগ্ন বটগাছ পর্যন্ত সড়ক নির্মানে ঠিকাদারি কাজ পায় টিকাদার আহমদ নবী, কিন্তু সড়ক নির্মান কাজে ব্যবহার হচ্ছে বালির পরিবর্তে মাটি যা টেকসই নির্ভর নই।
এই বিষয়ে নির্মান কাজ স্থলে নির্মান স্থানে কাজের তদারকিতে থাকা মোঃ কাইছারকে বালির পরিবর্তে মাটি দেওয়া হচ্ছে তার কারন কি? জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমি জানিনা নবী সাহেব আমাকে কাজ করে দিতে বলছে তাই করে দিচ্ছি। যেভাবে করে দিতে বলছে সেইভাবে করে দিচ্ছি। এখান থেকে রাস্তা ১হাজার ৬৪০ফুট পর্যন্ত রাস্তার কাজ চলবে। আপনি প্রয়োজনে কন্ট্রাকটারের সাথে যোগাযোগ করতে পারেন। তবে উনার দেওয়া ০১৫৫৩৫৫৮৫৭২ নাম্বারে যোগাযোগ করা হলে সংযোগ না পাওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হই নাই।
ফিরে আসার পথে দেখা হয়, আজিজ নামে এক ব্যক্তির সাথে তিনি বলেন, আমি সাইট মাঝি আমাকে দেখা শুনার দ্বায়িত্ব দেওয়া হয়েছে এই আর কি, আসলে ঝংকার বালির দাম ৮০ থেকে ১০০ টাকা এতদামে বালি দিয়ে কাজ করা যায়না তাই এই মাটি বালি ব্যবহার হচ্ছে।
এই বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তরিকুল ইসলাম থেকে জানতে চাইলে তিনি বলেন, বালির পরিবর্তে মাটি দেওয়ার কথা শুনার সাথে সাথে কাজ বন্ধ রাখতে বলেছি। যতক্ষন পর্যন্ত বালি ব্যবহার না হবে ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ থাকবে বলে জানান তিনি।