সোহেল রানা, দীঘিনালাঃ-খাগড়াছড়ির দীঘিনালায় মোবাইল কোর্টে মাধ্যমে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার বোয়ালখালী নতুন বাজার এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় উপজেলার বোয়ালখালী নতুন বাজার মোবাইল কোর্টে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ৩ ব্যক্তিকে সংক্রমক আইনে ১১শত টাকা ও সড়ক পরিবহন আইনে হেলম্যাট না পরে মোটরসাইকেল চালকদের চালানো অভিযোগে ৮ চালককে ৪ হাজার জরিমানা করেছে নির্বাহী ম্যাজিট্রট ও সহকারী কমিশনার ভূমি গাজালা পারভীন রূহি।
দীঘিনালা উপজেলা নির্বাহী ম্যাজিট্রট ও সহকারী কমিশনার ভূমি গাজালা পারভীন রূহি বলেন, সংক্রমক ও সড়ক পরিবহন আইনে ১১টি মামলা মাধ্যমে ৫ হাজার ১শত টাকা জরিমানা করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।